অবশেষে নিজের সোনালি চুলের রহস্য ফাস করলেন লিওনেল মেসি। জানালেন, মাঠের বাইরে আয়কর বিতর্ক এবং শতবার্ষিকী কোপা ফাইনালে হারের পর অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনিও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তাই জীবনকে নতুনভাবে শুরু করতে নিজের চুল সোনালি করে ফেলেছিলেন। স্পেনের এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘জীবনটা ফের শূন্য থেকে শুরু করতে চাইছিলাম। তাই এই পরিবর্তন।’’
জুলাই মাসে আয়কর ফাঁকি দেওয়ার ঘটনা নিয়ে স্পেনের আদালতে বাবার সঙ্গে হাজির হতে হয়েছিল মেসিকে। সেই উৎকণ্ঠা নিয়েই শতবার্ষিকী কোপায় আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‘মাঠের বাইরে বেশ কিছু বিতর্ক আমাকে বেঁধে ফেলেছিল। তাই নিজেকে বলেছিলাম, এই জাল ছিঁড়ে বেরিয়ে এসে আবার নতুনভাবে সমস্তকিছু শুরু করতে হবে।’’ চুলে সোনালি রং করে সেই নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন লিও।
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর আবার ফিরে আসার প্রসঙ্গ নিয়েও প্রশ্ন উঠেছে। যা নিয়ে প্রাক্তন তারকা দিয়েগো মারাদোনা পর্যন্ত বিদ্রুপ করেছিলেন। কিন্তু মেসি এখনও তার যুক্তিতে অনড়। তিনি বলেছেন, ‘‘সেই সময়ে দাঁড়িয়ে আমার অবসর নেওয়ার কথাই মনে হয়েছিল।’’ সেখানেই না থেমে তিনি আরও বলেছেন, ‘‘ওই টুর্নামেন্টে আমরা প্রত্যেকটা ম্যাচ যেভাবে খেলে ফাইনালে উঠেছিলাম, তারপর হারটা মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল, চারপাশের সমস্তকিছুই যেন শেষ হয়ে গিয়েছে।’’ মেসির কথায়, ‘‘আমরা প্রত্যেকে জিততে চেয়েছিলাম। আমার স্বপ্ন ছিল দেশের হয়ে একটা ট্রফি জেতা। কিন্তু খেতাবের কাছে পৌঁছেও ব্যর্থ হওয়ার পর খুব ভেঙে পড়েছিলাম।’’
সম্প্রতি তার ছোটবেলার ক্লাব নিউওয়েল’স ওল্ড বয়েজের প্রেসিডেন্ট দাবি করেছেন, তারা মেসিকে সই করাতে চান। সম্ভাবনা উস্কে দিয়ে লিও বলেছেন, ‘‘যে ক্লাব থেকে বেড়ে ওঠা, সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা অবশ্যই রয়েছে আমার।’’
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৭