একটি ম্যাগাজিনের প্রচ্ছদে বিষ্ণুবেশে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। ছবিতে তার বিভিন্ন হাতে ছিল নানা সামগ্রী, এমনকি জুতোও। ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অভিযোগে ভারত অধিনায়কের বিরুদ্ধে কর্নাটকের আদালতে মামলা রুজু হয়েছিল। অভিযোগ এনেছিলেন এক সমাজকর্মী। কিন্তু সুপ্রিম কোর্ট সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন। খবর সংবাদ প্রতিদিনের।
ধোনির বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টের বিচার প্রক্রিয়ার উপরও সমাপ্তি টেনে দিলেন সর্বোচ্চ আদালত। বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন এক বেঞ্চ এই নির্দেশ দেয়া হয়। অভিযুক্তর বিরুদ্ধে সমন জারিসহ সমস্ত প্রক্রিয়া খারিজ করে দেওয়া হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখেই এই নির্দেশ দেওয়া হচ্ছে। ফলে টানা একবছর ধরে চলতে থাকা এই অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেলেন ধোনি।
বিডি-প্রতিদিন/ ০৬ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ