আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তার কোন সেঞ্চুরি নেই। থাকার কথাও নয়। ছিলেন ডানহাতি পেসার। ব্যাট করতে নামতেন শেষের দিকে। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে অপরাজিত ছিলেন ৪০ রানে।
ক্যারিয়ারে ৯টি টেস্ট ম্যাচ খেলে ওটাই ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংস। সেই লিন্ডসে তুকেত জীবনের ইনিংসে খুব কাছে গিয়েও ‘সেঞ্চুরি’ করতে পারলেন না। ৯৭ বছর ২১২ দিন বয়সে প্রয়াত হলেন তিনি। মৃত্যু হয়েছে ব্লুমফন্টেইনে নিজের বাড়িতেই।
মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তিনিই ছিলেন এই গ্রহের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে যে ৯টি টেস্ট খেলেছিলেন তুকেত, সব মিলিয়ে তার উইকেট শিকার হয় ১৯টি। সেরা বোলিং ৬৮ রানে ৫ উইকেট। টেস্টে সব মিলিয়ে রান করেছিলেন ১৩১।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/৬ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-০১