রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। অলিম্পিকে স্বর্ণ জেতার পর নতুন কোচ তিতের অধীনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এটা টানা দ্বিতীয় জয়। ব্রাজিলের হয়ে একটি গোল করেন ইন্টার মিলান ডিফেন্ডার মিরান্ডা। অন্যটি গোলটি বার্সেলোনা সুপারস্টার নেইমারের। আগের ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে হারায় নেইমাররা।
এদিন, ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। নেইমারের কর্নারে মার্কার কার্লোস বাক্কাকে ফাঁকি দিয়ে লাফিয়ে কোনাকুনি হেডে বল জালে পাঠান মিরান্ডা। এক ম্যাচ পরই অধিনায়ক হারানো মিরান্ডার দেশের হয়ে এটাই প্রথম গোল। ৩০ মিনিট পর আরেকবার এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে, নিজেদের ভুলে গোলের দেখা পাননি নেইমার-পাওলিনহো।
খেলার ৩৬ মিনিটের মাথায় সমতায় ফেরে কলম্বিয়া। মারকুইনহোসের ভুলে ম্যাচে ফেরার সুযোগ পায় অতিথিরা। ব্রাজিল তারকার আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরে কলম্বিয়ানরা। প্রধমার্ধে ১-১ গোলের সমতা ধরে বিরতি যায় দুই দল।
বিরতির পর কলম্বিয়ান তারকা রদ্রিগেজ স্বাগতিকদের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছিলেন। তবে, ৫৩ মিনিটে তার নেওয়া জোরালো শটটি ব্রাজিলের গোলবারের পাশ দিয়ে জালে জড়ায়। তবে, ওই পর্যন্তই গোল মুখ খুলতে পারেননি রিয়াল তারকা। এরই মধ্যে ম্যাচের ৫৫ মিনিটে উইলিয়ানের সহায়তায় বল পাওয়া রেনাতোর শট রুখে দেন কলম্বিয়ান গোলরক্ষক অসপিনা।
৭৪ মিনিটের মাথায় দ্বিতীয়বার এগিয়ে যায় ব্রাজিল। দলের সেনসেশন নেইমারের গোলে ফের লিড নেয় সেলেকাওরা। ফিলিপ কোউতিনহোর অ্যাসিস্ট থেকে গোল করেন বার্সা তারকা। বাকি সময়ে দু'দল গোল করতে ব্যর্থ হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দানি আলভেসরা।
এ ম্যাচে জয়ের ফলে ৮ ম্যাচ খেলে ব্রাজিলের পয়েন্ট ১৫। সমান ম্যাচে আর্জেন্টিনারও পয়েন্ট ১৫। শীর্ষে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৬। গোল ব্যবধানে এগিয়ে থেকে আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল।
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব