ইংলিশদের বাংলাদেশ সফর নিয়ে ধোঁয়াশা কাটে ইংল্যান্ড প্রতিনিধি দলের সবুজ সংকেত দেওয়ার পর। তারপরও দেশটির ক্রিকেটে বোর্ড খেলোয়াড়দের সিদ্ধান্তকে প্রধান্য দেওয়ায় শঙ্কা ছিল তারকা ক্রিকেটাররা আসছেন কিনা। তবে, যাকে নিয়ে বেশি শঙ্কা ছিল সেই ইংলিশ টেস্ট দলপতি অ্যালিস্টার কুকই প্রথম প্রকাশ্যে বাংলাদেশ সফরে আসার ঘোষণা দেন। এরপর আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নিশ্চিত করেছেন। এবার সেই দলে যোগ দিলেন ক্রিস জর্ডানও।
ইংলিশ এই বোলিং অলরাউন্ডার বলেছেন, ''রেগ (রেগ ডিকসন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা) বাংলাদেশ গিয়ে সব পর্যবেক্ষণ করে বিস্তারিত প্রতিবেদন দিয়েছেন। নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে হোটেল থেকে মাঠে, প্রশিক্ষণে যাওয়া-আসার সব ব্যবস্থা দেখা হয়েছে। তার পর্যবেক্ষণের উপর আমার আস্থা আছে। স্কোয়াডে যদি আমাকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমি বাংলাদেশ সফরে যাবো।''
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব