শ্রীলঙ্কার হয়ে ১৭ বছর প্রতিনিধিত্ব করে শুক্রবার বিদায়ী ম্যাচে মাঠে নামবেন দিলশান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানবেন দিলশান।
ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে পরাস্ত হয়েছিল শ্রীলঙ্কা। আগে ব্যাট করে গ্লেন ম্যাক্সওয়েলের (১৪৫ রান) ব্যাটে ভর করে ২৬৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। যা টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড। জবাবে ১৭৮ রানে থামে লঙ্কানদের ইনিংস। সিরিজে সমতা আনতে হলে শেষ ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিততেই হবে লঙ্কানদের।
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে দিলশানের অভিষেক ১৯৯৯ সালের নভেম্বরে, টেস্ট ক্রিকেট দিয়ে। এরপর ৮৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪০.৯৮ গড়ে করেছেন ৫৪৯২ রান। যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ২৩টি ফিফটি।
ওয়ানডে খেলেছেন ৩৩০টি। ৩৯.২৬ গড়ে নামের পাশে যোগ করেছেন ১০ হাজার ২৯০ রান। ৪৭টি ফিফটির পাশাপাশি ২২টি সেঞ্চুরি রয়েছে একদিনের ক্রিকেটে। ৭৯টি টি-টোয়েন্টি খেলে করেছেন ১৮৮৮ রান।
বিডি প্রতিদিন/ ০৮ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন