বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর চলতি বছরের ৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে। এ আসরের জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের ৫ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংসের সঙ্গে খুলনা এবং রাজশাহী ফিরেছে এবারের আসরে। সর্বশেষ আসরে এই দুটি বিভাগীয় শহরের ফ্রাঞ্চাইজি অনুপস্থিত ছিল। এবার এই দুই বিভাগ যুক্ত হয়েছে এবং বাদ দেয়া হয়েছে সিলেট ফ্রাঞ্চাইজিকে।
নতুন করে যুক্ত হওয়া বিপিএলের দল দুটির মালিক কারা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে খুব দ্রুতই নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিসিবি।
বিডি প্রতিদিন/ ১১ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম