ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পায়ের পেশীর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় তার আর খেলা হচ্ছে না। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সফরে হাফিজ এই ইনজুরিতে আক্রান্ত হন।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় ওয়ানডের আগে হাফিজের ইনজুরি ধরা পড়ে। যে কারণে তিনি ইংল্যান্ডের বিপক্ষে বাকি সিরিজ আর খেলতে পারেননি। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। সেখানেই তাকে আরো তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। এ কারণে ক্যারিবীয় সফরে তিনটি ওয়ানডে ম্যাচের সাথে সাথে আগামী ১৩ অক্টোবর থেকে দুবাইতে শুরু হওয়া প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মেডিকেল প্যানেলের সদস্য ড. মুহাম্মদ রিয়াজ বলেছেন, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তিনি বর্তমানে পুনর্বাসনের মধ্যে রয়েছেন। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরো তিন সপ্তাহ সময় বেশি লাগবে।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম