ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার এবারের আসরে ফুটবলপ্রেমিদের জন্য বাড়তি উন্মাদনা অপেক্ষা করছে। এবারই প্রথম ‘সেঞ্চুরিয়ান’ গোলস্কোরার পেতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
৯৪ গোল নিয়ে এ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এখন পতুর্গিজ ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। এবারের লিগে ছয় গোল পেলেই প্রথম ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শততম গোলের রেকর্ড গড়বেন রোনালদো।
এদিকে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ১১ গোল পিছিয়ে আছেন। আর্জেন্টাইন সুপারস্টার এ প্রতিযোগিতায় করেছেন ৮৩ গোল। সবার আগে শততম গোল কে করেন সেটাই দেখার বিষয়।
তবে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাবনাই বেশি। স্প্যানিশ লা লিগায় এবারের মৌসুমে প্রথম ম্যাচে মাঠে নেমেই রোনালদো গোলের দেখা পেয়েছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে আগামী ১৫ সেপ্টেম্বর রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে মাঠে নামবে।
সাবেক ক্লাবগুলোর বিপক্ষে রোনালদো যতবারই মাঠে নেমেছেন ততবারই লক্ষ্যভেদ করেছেন। তার ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্ববরই হয়তো রেকর্ডের পথে আরও এক পা এগিয়ে যাবেন রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার।
বিডি-প্রতিদিন/তাফসীর