ফিফা র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঘোষিত ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমানে অবস্থান ১৮৫ নম্বর। অপরদিকে প্রতিবেশী ভারত অবস্থান করছে ১৪৮ নম্বরে।
এ মাসে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একটিতে ড্র, আরেকটিতে হার। তাই সার্বিক চিত্রের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
প্রীতি ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারানো মালদ্বীপ ৯ ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ১৬৫ নম্বরে। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে ড্র করা ভুটান ৩ ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ১৮৯ নম্বরে।
যথারীতি শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, পরেই রয়েছে বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ এগিয়ে অবস্থান নিয়েছে ৩ নম্বরে। আর ৫ ধাপ এগিয়ে ৪ নম্বরে রয়েছে ব্রাজিল।
এদিকে ৩ ধাপ পিছিয়ে শীর্ষ দশের বাইরে ১৩ নম্বরে অবস্থান করছে ইতালি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ