ইউরোপা লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের ফেইনুর্ডের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে ডাচ ক্লাব ফেয়েনর্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে মরিনহোর দল।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরুর একাদশে আটটি পরিবর্তন নিয়ে মাঠে নামে ম্যানইউ। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ আর পাল্টা-আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়াতে রাশফোর্ডকে উঠিয়ে ইব্রাহিমোভিচকে মাঠে নামান মরিনহো। কিন্তু ৭৯ মিনিটে ইউনাইটেড সমর্থকদের হতাশ করে নিকোলাই জর্গেনসেনের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন টনি ভিলহেনে।
শেষ দিকে ম্যাচে ফেরার দুটি ভালো সুযোগ তৈরি করেছিলেন ইব্রাহিমোভিচ। কিন্তু দুবারই তাকে হতাশ করেন স্বাগতিক গোলরক্ষক। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।
বিডি প্রতিদিন/ ১৬ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম