আগামী ৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আর এই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে ইংল্যান্ড জাতীয় দল।
শনিবার রাতে প্রস্তুতি ম্যাচের ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছেন- আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার ও নাসির হোসেন। পেসার আল আমিন হোসেন ও তরুণ অলরাউন্ডার নাজমুল হোসাইন শান্ত।
আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১২ অক্টোবর তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে। ২০ অক্টোবর চট্টগ্রামেই শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর।
প্রস্তুতি ম্যাচের দল
ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরী, আল আমিন হোসেন, নুরুল হাসান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, এবাদত হোসেন ও মোহাম্মদ মানিক।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন