সীমান্তে ভারত এবং পাকিস্তানের ভেতর চলছে চরম উত্তেজনা। যেকোন সময় বেঁধে যেতে পারে ভয়াবহ যুদ্ধ। পরিস্থিতি যখন এমন ঠিক এ সময় ভারতের জন্য দুঃসংবাদ নিয়ে হাজির হল পাকিস্তান ক্রিকেট দল। শারজাতে চলছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়ানডেতে নিজেদের ৪৫৫তম জয় তুলে নেয় পাকিস্তান। আর এই জয়ের মধ্যে দিয়েই ওয়ানডে ক্রিকেটে জয়ের দিক থেকে ভারতকে ছাড়িয়ে গেলো পাকিস্তান। কারণ ওয়ানডেতে ভারতের জয় ৪৫৪টি। আর এখন পাকিস্তানের ৪৫৫টি।
জয়ের হিসাব অনুযায়ী ওয়ানডেতে সবচেয়ে বেশি জয় নিয়ে তালিকার শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া। ৮৮৪ ম্যাচে অসিদের জয় ৫৪৭টি। ৮৬৪টি ম্যাচে ৪৫৫টি জয় নিয়ে দ্বিতীয় স্থানে এখন পাকিস্তান। পাকিস্তানের থেকে বেশি ম্যাচ খেলেও ভারত পাকিস্তানের নিচে। ভারত ৮৯৯ ম্যাচে ৪৫৪ জয় নিয়ে তৃতীয় অবস্থানে আছে।। ৩৭৬টি জয় নিয়ে চতুর্থস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৩৬৫টি জয় নিয়ে পঞ্চম শ্রীলংকা।
বিডি-প্রতিদিন/২ অক্টোবর, ২০১৬/তাফসীর