আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পেসার আল-আমিনকে স্কোয়াডে রাখেননি নির্বাচক। আর সেটা নিয়ে চারদিকে নানা প্রশ্ন উঠেছিল। তবে, তিন ম্যাচ পর আবারও ফিরছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে স্পিনার তাইজুলের পরিবর্তে তাকে অন্তর্ভূক্ত করেছেন নির্বাচকরা।
রবিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করা হয়। যেখানে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডের স্কোয়াডে পরিবর্তন একটি। সেটা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে ফিরেছেন পেসার আল আমিন। তবে ধারবাহিক খারাপ পারফর্ম করলেও জায়গা ধরে রেখেছেন ওপেনার সৌম্য সরকার।
ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টেস্টে ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। সীমিত ওভারের সিরিজের প্রথম দুই ওয়ানডে আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব