আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে ঢুকে পড়া দর্শক মেহেদি রবিবার রাতে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেয়েছে। ১০০ টাকা দিয়ে পূর্ব গ্যালারির টিকেট কেটে সে ঢুকেছিল গ্র্যান্ড স্ট্যান্ডে। আর বিসিবির লজিস্টিকস কমিটির একজনই তাকে গ্র্যান্ড স্ট্যান্ডে এনেছিলেন অবৈধভাবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
শনিবার শেষ ওয়ানডেতে আফগানিস্তান ইনিংসের ২৯তম ওভারে আচমকা মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরেন ওই দর্শক। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে মাঠ থেকে বাইরে নিয়ে যায়। পরে জানা গেছে, তার নাম মেহেদি হাসান। একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদি মাশরাফির ফ্যান।
এদিকে খেলা শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি ওই ভক্তের কোন ক্ষতি যাতে না হয় সেজন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।
বিসিবির নিরাপত্তা উপদেষ্টা হোসেন ইমাম বলেছেন, ''১০০ টাকার টিকিট নিয়ে অবৈধভাবে গ্র্যান্ড স্ট্যান্ডে ঢুকেছিল ছেলেটি। আমাদেরই একজন তাকে নিয়ে এসেছিল এখানে। আমরা নিশ্চিত হতে পেরেছি সে মাশরাফির ক্রেজি ফ্যান। আমরা মামলা করার কথা ভাবছি। আর বিসিবি'র ওই সদস্যকে ধরতে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে তার ফোন বন্ধ। বাসায় পুলিশ গিয়েছিল পাওয়া যায়নি।''
তবে বিসিবি'র ওই সদস্যের নাম জানাননি হোসেন ইমাম। সূত্র: বিডিনিউজ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ