হিগুয়েন-দিবালা নৈপুণ্যে এম্পোলির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। রোববার রাতে এই জয়ে ইতালিয়ান সিরি`আয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে জুভেন্টাস।
৭ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ১৮। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ১৪। এছাড়া ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লাৎজিও।
ম্যাচের ৬৫তম মিনিটে জুভেন্টাস পক্ষে এম্পোলির জালে প্রথম বল জড়ান দিবালা। এর ঠিক দুই মিনিট পর এম্পোলির জাল কাঁপান হিগুয়েন। আর ৭০ মিনিটের জুভেন্টাসের পক্ষে শেষ ও তৃতীয় গোলটিও করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। হিগুয়েনের জোড়া গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
বিডি প্রতিদিন/ ০৩ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম