প্রত্যেকেরই আত্মজীবনীতে আলোচিত বিষয় থাকে। সেক্ষেত্রে ব্যতিক্রম নন সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্কও। তার আত্মজীবনীর নতুন নতুন তথ্যে দানা বাঁধছে বিতর্ক। মাইকেল ক্লার্কের আত্মজীবনী ‘মাই স্টোরি’–তে উঠে এল পূর্বসূরি অধিনায়ক রিকি পন্টিংয়ের অবসর রহস্য। ২০১২ সালে পার্থে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে অবসর না নিলে কীভাবে পন্টিংকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট, সে–কথা তুলে ধরেছেন ক্লার্ক।
সাবেক এই অজি অধিনায়ক বলেছেন, ‘ঘরের মাঠে প্রোটিয়েদের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে রান পাননি পন্টিং। অবসর না নিলে পার্থে পন্টিং যদি সেঞ্চুরিও করে, তাহলেও ওকে বসিয়ে দেওয়া হবে। নিজের এই সিদ্ধান্তের কথা অন্য নির্বাচকদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন তৎকালীন নির্বাচক প্রধান জন ইনভেরার্টি।’
এদিকে, ‘মাই স্টোরি’–তে তাকে যেভাবে দলের ভেতরের টিউমার বলে বর্ণনা করা হয়েছে, তাতে চটেছেন শেন ওয়াটসন। এ প্রসঙ্গে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অজি অলরাউন্ডার বলেন, ‘আমার মতে যারা এমন মন্তব্য করেন, এতে তারা কেমন সেটারই প্রতিফলন ঘটে। সবচেয়ে বড় কথা, অবসরের পর এমন সময় বিষয়গুলো উঠছে সেটাই সবচেয়ে হতাশাজনক।’
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব