ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতকে ১৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের সুবাদে ৫ ম্যাচের এই সিরিজে ২-২ সমতায় ফিরেছে কেইন উইলিয়ামসনের দল।
বুধবার দিবারাত্রির ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুই দল।
টস জিতে ম্যাচে আগে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬০ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। সর্বোচ্চ ৭২ রান আসে ওপেনার মার্টিন গাপ্তিলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন।
ভারতের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন লেগস্পিনার অমিত মিশ্র।
জয়ের জন্য ২৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয় ভারত।
স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার অজিঙ্ক রাহানে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের পক্ষে পেসার টিম সাউদি ৩টি এবং অপর দুই পেসার ট্রেন্ট বোল্ট ও জেমস নিসাম ২টি করে উইকেট নেন।
আগামী ২৯ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দেশ।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন