বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশ অথবা ক্লাব সব খেলাতেই তার ওপর নজরটাই বেশি থাকে ফুটবলপ্রেমীদের। সেই রোনালদোর এবার মাঠেই জায়গা হচ্ছে না। তিনি এখন সাইডবারে দাঁড়িয়ে অন্যের খেলা দেখছেন। ফুটবলাররা খেলতে খেলতে যখন বল মাঠের বাইরে ফেলে দিচ্ছেন, তখন তিনি সেই বল কুড়িয়ে মাঠের ভিতর পাঠিয়ে দিচ্ছেন।
হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদো এখন বলবয়। মাঠের বাইরে যাওয়া বলগুলো কুড়িয়ে মাঠে ফিরিয়ে আনাই ‘বলবয়’দের কাজ। এ কাজটা বেশি আনন্দের সঙ্গেই করছেন তিনি। কারণ মাঠে যে তার ছেলেও খেলছে। মাদ্রিদের ক্লাব পসুয়েলোতে অনূর্ধ্ব–৮ দলের হয়ে অভিষেক হয়ে গেছে ক্রিশ্চিয়ানো জুনিয়রের।
সম্প্রতি ছেলের সঙ্গে মাঠে গিয়েছিলেন রোনালদোও। গোলবারের পেছনে দাঁড়িয়ে দেখেছেন ছেলের খেলা। শুধু খেলা দেখেছেন তা নয়। বল বাইরে চলে যাওয়ার পর তা কুড়িয়ে আনার দায়িত্ব পালন করেছেন বলবয়দের মতো। রোনালদো জানিয়েছেন, এখন থেকে ছেলেকে উদ্বুদ্ধ করার দায়িত্বটা তো নিতেই হবে!
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/ফারজানা