বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলবে ভারত। আগামী নয় ফেব্রুয়ারি রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন দলটির নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। এছাড়া পাঁচ বছর পর সুযোগ পেয়েছেন অভিনব মুকুন্দ।
টাইগারদের বিপক্ষে টেস্টের আগে দুই দিনের ভারতীয় ‘এ’ দলের প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান মুকুন্দ। চোট কাটিয়ে দলে ফিরেছেন হার্দিক পান্ডে, জয়ন্ত যাদব ও আজিঙ্কে রাহানে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মানিশ পান্ডে।
এর আগে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন শফিউল ইসলাম ও লিটন দাস। তাদের জায়গা দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকেও স্কোয়াডে রাখা হয়নি।
ভারত স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, অজিঙ্কে রাহানে, করুন নায়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পান্ডে।
বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশিস রায় ও কামরুল ইসলাম রাব্বি।
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম