সামনেই আসছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ভারতের মাটিতেই হবে এই টেস্ট সিরিজ। সাম্প্রতিক সময়ে নিজেদের ঘরের মাঠে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠছে ভারত। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মতো স্পিনে দুর্বল দেশগুলোকে স্পিন অস্ত্র দিয়েই ঘায়েল করেছে ভারত। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের মতে, আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজে স্পিন ফাঁদ পাতবে ভারত। আর অজিরা যদি স্পিন খেলতে না পারে, তাহলে তাদের ভারত সফরে না যাওয়াই উচিত বলে মনে করেন তিনি।
পিটারসেন বলেন, ‘খুব তাড়াতাড়ি স্পিনারদের ভালোভাবে খেলার কৌশল শিখে নিতে হবে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। আর না হলে ভারত সফরটা না করাই উচিত তাদের। স্পিন বল খেলার জন্য ঘূর্ণি উইকেট না হলেও চলবে। যেকোনো পিচেই স্পিন খেলার কৌশল রপ্ত করা যায়। ব্যাটসম্যানদের কেবল বলের লাইন ও লেন্থটা বুঝতে হবে আর পায়ের ব্যবহারটা হতে হবে দুর্দান্ত।’
পিটারসেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আরও কিছু পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আগেই ফ্রন্টফুটে যেও না। বলের জন্য অপেক্ষা করো এবং তার পর খেল। এতে করে ৫০ থেকে ১৫০ মাইল গতির বল সহজে খেলতে পারা যায়। যদি রান করতে চাও, তাহলে পায়ের ব্যবহারটা ভালোভাবে করো। কারণ, ভারতীয় পিচে ভালো ফুটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ।’
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-২