ইতিহাস গড়েছেন পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটসম্যান উমর আকমল। তবে তা সুখের নয়, কারণ রেকর্ডটা 'ব্যাড'। টো-টোয়েন্টি ফরমেটের সব ধরনের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪ বার কোনো রান না করে আউট হয়ে তিনি এই রেকর্ডের মালিক হয়েছেন।
২৬ বছর বয়সী আকমল পিএসএলের চলমান আসরে খেলছেন লাহোর ক্যালান্ডার্সের হয়ে। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে হাসান আলির বলে স্লিপে মোহাম্মদ হাফিজের তালুবন্দি হয়ে সর্বোচ্চ ‘ডাক’ নামের পাশে যোগ করেন আকমল।
ওমর আকমল পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথকে। তাদের প্রত্যেকে ২৩বার করে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব