কোলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম ম্যাচে জয় পেয়েছে সাকিবের দল। গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল ওয়ার্নাররা।
এর আগে টসে জিতে কোলকাতেকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সফরকারী দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে কোলকাতা। রবিন উথাপ্পা সর্বোচ্চ ৬৮ রান সংগ্রহ করেন। অার হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দরাবাদ। ফলে ১৭ রানের জয় পায় নাইট রাইডার্স। হায়দরাবাদের হয়ে ১৬ বলে সর্বোচ্চ ২৬ রান আসে যুবরাজ সিংয়ের ব্যাট থেকে। যদিও অধিনায়ক ওয়ার্নারও ২৬ রান করেন তবে বল খেলেছেন ৩০টি। আর কোলকাতার হয়ে ক্রিস উকস পেয়েছেন সর্বোচ্চ ২ উইকেট।
সূত্র: ক্রিকইনফো