আইপিএলে আজ সোমবার দু'টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটিতে বিকালে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আর রাতে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামবে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব।
বিকাল ও রাত দুই ম্যাচেই রয়েছেন দুই বাংলাদেশি। তারপরও ম্যাচ দুটি নিয়ে বাংলাদেশিদের আগ্রহ নেই তেমন।এর কারণ সাকিব কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর চার ম্যাচ খেলেছে কেকেআর। তবে এর একটিতেও দেখা যায়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে।
অন্যদিকে, দলে যোগ দেওয়ার দিনই রাতের ম্যাচেই চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ হয়ে মাঠে নামেন মুস্তাফিজ। কিন্তু সুবিধা করতে না পারায় মুস্তাফিজকে বসিয়ে রেখেছে হায়দরাবাদ। যদিও তাকে বসিয়ে রেখে ভালো অবস্থানে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এই যখন চিত্র তখন বাংলাদেশি দর্শকদের কাছে আইপিএলটা মন মাতানো হয় কী করে! তারপরও বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগে সবার চোখ থাকছেই। সোমবার থাকবে আলাদা নজরই। এদিন ভিন্ন দুটি ম্যাচে মাঠে নামতেও পারে সাকিব ও মুস্তাফিজ।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/মাহবুব