পহেলা বৈশাখের ছুটি কাটাতে স্ত্রী, কন্যা ও পুত্রকে নিয়ে নিজ গাড়িতে রাঙামাটি জেলার সাজেকে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা মাশরাফি বিন মর্তুজা। সেখানে একদিন কাটিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেছিলেন মাশরাফি। তার গাড়ির পেছন দিকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মাশরাফির নিজের ও তার পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ির বেশ ক্ষতি হয়েছে।
আজ সকালে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালের বিপক্ষে মাঠে নামার সময় রূপগঞ্জের অন্যতম সেরা তারকা জানান এ কথা। তিনি বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়ির পেছনে ধাক্কা মারে। তবে আমার পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি। আমরা নিরাপদেই ছিলাম। গাড়ির পেছনের দিকে লাইট ভেঙে গেছে। পেছনের বডিতেও আঘাত লেগেছে।
মাশরাফির এক ঘনিষ্ঠজন জানান, রবিবার অবকাশ যাপন শেষে ফিরে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। মাশরাফির এক ভক্ত তাকে এক ঝলক দেখার জন্য পিছু নেন। মোটরসাইকেলে করে পিছু পিছু প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার আসেন তিনি। এরপর সংঘর্ষ ঘটে মাশরাফির গাড়ির সঙ্গে। এ ঘটনায় মাশরাফির গাড়ির পেছনের কাঁচ ভেঙে গেছে। মোটরসাইকেল আরোহী চোট পেলেও তা গুরুতর নয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ