তরুণরা যেন হতাশ হয়ে মাদকের দিকে না ঝুঁকে যায় সে লক্ষ্যে কাজ শুরু করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তার 'শহীদ আফ্রিদি ফাউন্ডেশন' ২০১৪ সাল থেকেই সমাজের উন্নয়নে কাজ করছে। আর তারই অংশ হিসেবে এবার পাকিস্তানের কোহাতে একটি খেলার মাঠ তৈরি করছে প্রতিষ্ঠানটি।
কোহাতে সাধারণত অল্প খরচে মাদক কেনা যায়। যে কারণে যুবকরা হয়ে পড়ছে মাদকাসক্ত। এই অন্ধকার জগৎ থেকে তরুণ প্রজন্মকে আলোর পথ দেখানোর জন্যই বিশেষ এই উদ্যোগ নিয়েছে আফ্রিদি ফাউন্ডেশন। মাদক ছেড়ে যুবকরা যেন খেলাধুলায় মনোযোগী হয় সে লক্ষেই কাজ করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময়ই আফ্রিদি তার ফাউন্ডেশনের কথা উল্লেখ করে বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম। দেশের জন্য আমি আন্তরিকভাবে এবং পেশাদারিত্বের সঙ্গেই খেলেছি। এখন আমার কাছে আমার ফাউন্ডেশন (আফ্রিদি ফাউন্ডেশন) অনেক বেশি গুরুত্বপূর্ণ।’
সূত্র: দ্য ন্যাশন