ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেঞ্চুরি এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জের নাঈম ইসলামের ব্যাট থেকেও।
এই জোড়া সেঞ্চুরির বদৌলতে ১৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েও মাত্র ৫ উইকেট হারিয়ে রূপগঞ্জের সংগ্রহ ৩০৫ রান। জবাবে ১০ ওভার শেষে শেখ জামাল ধানমন্ডির সংগ্রহ এক উইকেটে ৫৬ রান।
১৪ চার আর ১ ছক্কায় ১৩৪ বলে মুশফিক মোট রান করেছেন ১৩৪। ৭ চার ও ১ ছয়ে সাজানো নাঈমের সংগ্রহ ১০৩ রান। নাঈম ইসলাম-মুশফিকুর রহিমের জুটি থেকে আসা ২২৫ ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ জুটির তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। আর জোড়া সেঞ্চুরিতে তৃতীয় উইকেট জুটিতে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মুশফিক-নাঈম।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল, ২০১৭/ফারজানা