ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তান বরাবরই একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। কিন্তু সেই শত্রু দেশের বিদায়ী ক্রিকেটার শহীদ খান আফ্রিদির জন্যই উপহার পাঠাচ্ছে ভারত।
চলতি বছরের ফেব্রুয়ারি পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি ২১ বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকবারই ভারতের মুখোমুখি হয়েছেন আফ্রিদি। মাঠে ভারতীয়দের কাছে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে আফ্রিদিকে বেশ সম্মান করেন তারা।
সেই সম্মান থেকেই এবার আফ্রিদিকে বিদায়ী উপহার পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় অধিনায়ক কোহলির একটি জার্সিতে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররা স্বাক্ষর করেছেন। সেই জার্সিটিই পাঠিয়ে দেওয়া হবে আফ্রিদিকে। জানা গেছে সেই জার্সিতে লেখা আছে, ‘আপনার বিপক্ষে খেলা সব সবসময়ই আনন্দের।’
বিডি-প্রতিদিন/ ১৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯