দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন গম্ভীর-পাঠানরা। অথচ বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আজও একাদশে অন্তর্ভূক্ত করেনি কলকাতা নাইট রাইডার্স। গত চার ম্যাচের পুনরাবৃত্তি আজও হল। সাকিবকে ডাগ আউটেই বসিয়ে রাখলো তারা।
যদিও আইপিএলে কলকাতার প্রথম ম্যাচ খেলার সুযোগ ছিল না সাকিবের। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সফরে ব্যস্ত ছিলেন তখন। এরপর থেকেই কলকাতার স্কোয়াডে আছেন। কিন্তু পরের তিন ম্যাচেই উপেক্ষিত ছিলেন সাকিব। অন্যদিকে চার বিদেশির কোটায় দলে আছেন সুনীল নারাইন, ক্রিস ওকস, কলিন ডি গ্র্যান্ডহোম ও নাথান কোল্টার-নাইল। ইউসুফ পাঠান, গ্র্যান্ডহোম ও হঠাৎ করেই অলরাউন্ডার বনে যাওয়া নারাইনে সাকিবের অবস্থান এমনিতেও দুর্বল হয়ে গেছে দলে। অার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকায় কলকাতাও অনেকটাই নির্ভার।