দিল্লির মাঠেই স্বাগতিকদের বিশাল ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতার ৪ উইকেটের জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে এখন সমান সমান মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা।
সোমবার আইপিএলের ১৮তম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান নেয় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৮। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন স্যামসন। আর কলকাতার হয়ে সর্বোচ্চ তিন উইকেট পান কোল্টার নাইল।
জবাবে ব্যাটিংয়ে নেমে ২১ রানের মধ্যেই গ্রান্ডহোম, রবিন উথাপ্পা গম্ভীরের উইকেট হারায় কলকাতা। তবে ইউসুফ পাঠান ও মনিশ পান্ডের ব্যাটিং নৈপুন্যে শুরুর ধাক্কা সামলে নেয় নাইট রাইডার্স। পাঠান করেন ৩৯ বলে ৫৯ রান। আর পান্ডে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৯ রানে। তবে ১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।