প্রথম চারটে ম্যাচে কোনওটিতেই ৫ রানের বেশি আসেনি মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট থেকে। আইপিএল ক্যারিয়ারে এতটা অফ ফর্মে তাঁকে খুব একটা দেখা যায়নি। এ নিয়ে বেশ জলঘোলা হচ্ছে দলের অন্দরেই। তিনি নাকি ‘হারিয়ে যাচ্ছেন’, এমন কটাক্ষ এই প্রথম শুনতে হয়েছে ধোনিকে। টি-২০ ফরম্যাটের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভও।
রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে এ সব কিছুরই জবাব দিলেন ‘ক্যাপ্টেন কুল’। মাত্র একটা ছয় মেরেই বুঝিয়ে দিলেন এখনও ফিকে হতে ঢের দেরি। এমনটাই বলতে শোনা গিয়েছে ধোনি ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল ঝড় ওঠে। ১৩ ওভারের মাথায় য়ুজবেন্দ্র চাহালের শেষ বলে স্টেপ আউট করে বিশাল ছক্কা হাঁকান ধোনি। এতটাই বিশাল যে, স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে। আইপিএল ক্যারিয়ারে এটাই ছিল ধোনির নজরকাড়া ছয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা