কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিলের ১৯ তম ম্যাচে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এ ম্যাচেও একাদশে নেই কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। গতবারের আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটারের তকমা পাওয়া মুস্তাফিজকে ছাড়াই টানা দ্বিতীয় ম্যাচে নামল ওয়ার্নাররা।
তবে এ ম্যাচে অাইপিএল অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবীর। পাশাপাশি একাদশে জায়গা হয়নি বিপুল শর্মা ও ভারতীয় অভিজ্ঞ ফার্স্ট বোলার আশিষ নেহরারও। তাদের বদলে দলে জায়গা পেয়েছেন বারিন্দার সরণ ও সিদ্ধার্থ কাউল।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখনো কোনও ম্যাচ খেলা হয়নি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।