২০১০ সালের ব্রাজিল ফুটবল বিশ্বকাপের বদৌলতে সবচেয়ে পরিচিত শব্দে পরিণত হয় 'ভুভুজেলা'। এই বাদ্যযন্ত্রের শব্দে গ্যালারিতে যেমন দর্শকদের কান ঝালপালা হয়েছিল, তেমনি টেলিভিশন সেটের সামনে বসে থাকা মানুষও বিরক্ত হয়েছেন।
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক রাশিয়া। দুই বছর ধরে তার প্রস্তুতি নিচ্ছে দেশটি। গ্যালারি মাতাতে রাশিয়ানরাও একটি বিশেষ বাদ্যযন্ত্র তৈরি করেছে। চামচের আদলে কাঠের তৈরি ওই অনুষঙ্গটি ১৮ শতাব্দী থেকেই বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়ানরা। বিশ্বকাপের কথা মাথায় রেখে এটির আধুনিকায়ন করার জন্য বেশ বড় অঙ্কের অনুদানও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিভিন্ন ধরনের কাঠ দিয়ে ওই যন্ত্রটি তৈরি হয়। নির্দিষ্ট ছন্দে বাজালে খুব সুন্দর শব্দ আসে এর থেকে। কিন্তু গ্যালারিতে বিভিন্ন ক্ষেত্রের মানুষ যখন একসঙ্গে এটি বাজাবে তখন তা থেকে যে শ্রুতিমধুর ছন্দ হবে না- তা বলাই বাহুল্য। আর এলোমেলোভাবে এই অনুষঙ্গটি বাজালে বেশ জোরে শব্দ হয়। তাতে গ্যালারির দর্শকদের কেমন প্রতিক্রিয়া হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে বিশ্বকাপ পর্যন্ত।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/ফারজানা