বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার র্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। আর এশিয়ার ছোট্ট একটি সমৃদ্ধ দ্বীপদেশ সিঙ্গাপুরের অবস্থান ১৫৯তম। এই দুটি দেশ পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে আগামী জুনে।
সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসম শক্তির দল দুটির মধ্যে এই প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগটি নেয়া হয়েছে। আগামী ১৩ জুন সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দুর্বল প্রতিপক্ষ হলেও আর্জেন্টিনা দলের সিঙ্গাপুর সফরে কমতি থাকবেনা তারকা ফুটবলারদের উপস্থিতি। বার্সেলোনা তারকা লিওনেল মেসি থেকে শুরু করে দলটিতে থাকবেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরা এবং প্যারিস সেন্ট জার্মেইনের তারকা এঞ্জেল ডি মারিয়া।
সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশন এবং বিনোদন প্রমোটার প্রতিষ্ঠান ইউনিচেস জানায়, চারদেশীয় ট্যুরের অংশ হিসেবে শীর্ষ র্যাংকধারী ব্রাজিল একই রাতে মেলবোর্নে স্বাগতিক দলের মোকাবেলা করবে।
এর আগে ৯ জুন অস্ট্রেলিয়াতেই ‘সুপার ক্লাসিকো’ প্রীতি ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম