৩ মে, ২০১৭ ১৮:০৫

‘প্রিন্স অফ ক্যালকাটার’ বিপক্ষে খেলতে আসছেন ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

‘প্রিন্স অফ ক্যালকাটার’ বিপক্ষে খেলতে আসছেন ম্যারাডোনা

ফাইল ছবি

ফের ভারতে আসছেন আর্জেন্টাই কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ভারতে ফুটবল কার্নিভালের উদ্বোধন করতে কলকাতায় আসছেন ফুটবলের রাজপুত্র। প্রায় নয়’বছর পর অনুর্ধ্ধ ১৭ বিশ্বকাপের ঠিক আগেই ১৯-২০ সেপ্টেম্বর আবার ‘সিটি অফ জয়’ মাতাবেন তিনি।

‘মোক্স স্পোর্ট ভেন্চার’ নামে একটি সংস্থা তাঁকে কলকাতায় আনছে। এর আগে ২০০৮ সালের ডিসেম্বর মাসে কলকাতায় প্রথমবার আসেন ফুটবলের রাজপুত্র। মধ্যরাতে সেবার কলকাতায় পা রেখেছিলেন ম্যারাডোনা। গভীর রাতে এলেও বিমানবন্দরে তাঁকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিল কলকাতার ফুটবল পাগল জনতা। সে’সব স্মৃতি বোধহয় মনে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপ জয়ীর।

তাই ফের একবার কলকাতায় আসতে পারবেন বলে উচ্ছ্বসিত ম্যারাডোনা নিজেও৷ এ’প্রসঙ্গে তিনি বলেছেন,‘ কলকাতার দর্শকদের ভালবাসা ভুলিনি। ওই জায়গাটাও খুব স্পেশাল। তাই কলকাতায় আসাটা সম্মানের। এর আগের বার কলকাতা সফরের স্মৃতি আমার এখনও মনে আছে।’

এবারের সফরে ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলীর একাদশের বিরুদ্ধে একটি ফুটবল ম্যাচও খেলার কথা রয়েছে ম্যারাডোনার। ১৯ সেপ্টেম্বর ম্যাচটি হবে। প্রাক্তন খেলোয়াড় থেকে চলচিত্র তারকাদেরও এই ম্যাচে দেখা যাবে। সব মিলিয়ে ‘ফুটবলের রাজপুত্র’র কলকাতা আসার খবরে বিশ্বকাপের দামামা এখন থেকেই বেজে গেল সেটা বলার অপেক্ষা রাখে না।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ৩ মে ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর