রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গতবারের চ্যাম্পিয়ন জার্মানি ৭-০ ব্যবধানে উড়িয়ে দিল সান মারিনোকে। সান্দ্রো ওয়াগনার হ্যাটট্রিক করলেন। একটি করে গোল করলেন জুলিয়ান ড্রাক্সলার, আমিন ইউনস, কোদরান মুস্তাফি ও জুলিয়ান ব্রান্ডিট। ম্যাচের ১১ মিনিটেই জার্মানি এগিয়ে যায় ড্রাক্সলারের গোলে। ১৬ মিনিটে গোল করেন সান্দ্রো ওয়াগনার। তার বাকি দুটি গোল আসে ২৯ ও ৮৫ মিনিটে।
ম্যাচের ৩৮ মিনিটে একটি গোল করেন আমিন ইউনস। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন কোদরান মুস্তাফি। জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন মুস্তাফি। ৭২ মিনিটে একটি গোল করেন জুলিয়ান ব্রান্ডিট। তারও জাতীয় দলের হয়ে এটা প্রথম গোল।
অপর ম্যাচে পোল্যান্ড ৩–১ হারায় রোমানিয়াকে। হ্যাটট্রিক করেন রবার্ট লেভানডস্কি। তার প্রথম গোলটি ২৯ মিনিটে। বাকি দুটি গোল আসে ম্যাচের ৫৭ ও ৬২ মিনিটে। রোমানিয়ার হয়ে সান্ত্বনার গোল স্ট্যানকুর। নরওয়ে বনাম চেক প্রজাতন্ত্রর ম্যাচ ১–১ হয়। স্লোভাকিয়া ২–১ হারায় লিথুয়ানিয়াকে। ইংল্যান্ড আটকে গেল স্কটল্যান্ডের কাছে। খেলার ফল ২–২।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৭/আরাফাত