ব্রাজিলের সাবেক ফুটবলার রবার্তো কার্লোসের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠল। তবে এই সকল অভিযোগ অস্বীকার করেছেন কার্লোস।
একটি জার্মান টিভি শনিবার দাবি করে যে, ফুটবলার জীবনে নিয়মিত ডোপ নিতেন রবার্তো কার্লোস। এমনকি জার্মান টিভি এই ব্যাপারে একটি ভিডিও প্রকাশ করে।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে ২০১৫ সালে ব্রাজিলের ডোপ বিরোধী সংস্থার অফিস থেকে নিজের আইনজীবীকে নিয়ে বেরোচ্ছেন কার্লোস। যদিও এই খবরটিকে একদম ভিত্তিহীন বলে দাবি করেছেন কার্লোস।
তিনি বলেন, ‘"জার্মান টিভির এই দাবি ভিত্তিহীন। ফুটবলার জীবনে কোনও নিষিদ্ধ ওষুধ সেবন করিনি। আমার গোটা ফুটবল কেরিয়ার অত্যন্ত স্বচ্ছ। ২০ বছরেরও বেশি ফুটবল খেলেছি। কোনওদিন ডোপ পরীক্ষায় ফেল করিনি। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।"
আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবেন বলে ঠিক করেছেন কার্লোস। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের অন্যতম ডিরেক্টর পদে রয়েছেন রবার্তো কার্লোস।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০