নিজের বুট জোড়া তুলে রাখার আগে উসেইন বোল্ট তার নিজের শেষ ইচ্ছার কথা জানালেন। তিনি নিজে যেমন গতির দিক থেকে বাকিদের ধরা ছোঁয়ার বাইরে, তেমনি তার ইচ্ছেও আর পাঁচজনের থেকে আলাদা। সম্প্রতি নিজের সেই অবাক করা ইচ্ছার কথাই জানিয়েছেন এই গতি মানব।
নয়টি অলিম্পিক পদক জয়ী বোল্টের ইচ্ছে অবসর নেওয়ার আগে একবার অন্তত তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে দৌড় প্রতিযোগিতায় নামবেন। ফুটবলে হয়তো পারবেন না, তাই আর্জেন্টাইন এই সুপারস্টারকে রেসিং ট্র্যাকে হারাতে চান তিনি। ফিফার একটি রিপোর্টে জানা গিয়েছিল, মেসি নাকি প্রতি ঘণ্টায় ২১.১ মাইল গতিতেও দৌড়নোর ক্ষমতা রাখেন। যেখানে জামাইকান স্প্রিন্টারের গতি ঘণ্টায় ২৭.৮ মাইল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বোল্ট বলেন, "আমি সবসময়ই নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। আর দুনিয়ার অন্যতম সেরা ফুটবলার মেসি। তার সঙ্গে রেসে নামতে পারলে দারুণ লাগবে।" বোল্টের এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা মেসি সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি। কারণ মেসি আপাতত নিজের দল আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই আর নিজের বিয়ে নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১