একাদশ গঠনে গত কয়েক বছর ধরে ভারতের অটোম্যাটিক চয়েজ রবিচন্দন অশ্বিন। কিন্তু হঠাৎ করেই চ্যাম্পিয়নস ট্রফিতে একাদশে নেই তিনি। কেন থাকে বাদ দিলেন কোহলি? তবে কি কোহলির চক্ষুশূল হতে চলেছেন অশ্বিন!
হ্যাঁ টিম কম্বিনেশন নামের একটা রক্ষাকবচ দিয়ে অশ্বিনকে পাকিস্তানের বিপক্ষে খেলাননি কোহলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে কোহলির সেই ‘বোলিং-কম্বিনেশনে’র চূড়ান্ত ব্যর্থতা অশ্বিনের অন্তর্ভুক্তির দাবিটাকে জোরালো করে।
তবে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় পত্রিকা ডিএনএর এক প্রতিবেদন বলছে, অশ্বিনকে নাকি চ্যাম্পিয়নস ট্রফির দলেই দেখতে চাননি অধিনায়ক কোহলি!
ডিএনএর প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির আগে ভারতীয় দল গঠন করার সময় কোহলির জোর দাবি ছিল অশ্বিনের জায়গায় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমকে দলে নেওয়ার। কিন্তু নির্বাচকেরা কোহলির সেই চাওয়া পূরণ করেননি।
রবীন্দ্র জাদেজার কারণে শাহবাজ নাদিমের নাম প্রথমেই বাদ পড়ে। চাহালকে নিয়ে আলোচনা অনেক দূর গড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচক কমিটি অশ্বিনের কার্যকারিতা আর অভিজ্ঞতার ওপরই ভরসা রাখে।
তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ব্রেক থ্রো এনে দিলেন ওই অশ্বিনই। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ‘হঠাৎ কঠিন’ হয়ে পড়েছে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান।
আজ ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিকে বাঁচা-মরার ম্যাচে পরিণত হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে আজকের ম্যাচে হারলেই প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হবে ভারতকে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল ভারতই।
তাই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কোহলি অশ্বিনের শরণাপন্ন না হয়ে পারেন নি।
বিডি প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ ই জাহান