চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১৪২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। বাঁচা মরার লড়াইয়ের ম্যাচটিতে যদিও শুরুতে ৭৬ রানের দারুণ একটি জুটি উপহার দিয়েছিলেন হাশিম আমলা ও কুইন্টাইন ডি কক। কিন্তু ৩৫ রানে আমলার আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে প্রোটিয়ারা।
আমলার পর ফিরে গেছেন ডি ককও। তবে জাদেজার বলে বোল্ড হওয়ার আগে তুলে নিয়েছেন ১৪তম অর্ধশতক। আর রান আউট হয়ে ফিরেছন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান ডেভিড মিলার ও ডি ভিলিয়ার্স।
আর পর পর ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে প্রোটিয়ারা। ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে তাদের সেমিফাইনাল খেলার স্বপ্ন। আর চোকার্স তকমাটা বোধহয় এবারও থেকে যাচ্ছে তাদের গায়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে অশ্বিন ও জাদেজা একটি করে উইকেট নিয়েছেন।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ ই জাহান