চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ভারতকে মাত্র ১৯২ রানের টার্গেট দিয়েছে প্রোটিয়ারা। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি প্রোটিয়ারা। মাত্র ৪৪.৩ ওভারেই গুটিয়ে গেছে ডি ভিলিয়ার্সদের ইনিংস।
এর আগে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ব্যাটিংয়ে নেমে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচটিতে যদিও শুরুতে ৭৬ রানের দারুণ একটি জুটি উপহার দিয়েছিলেন হাশিম আমলা ও কুইন্টাইন ডি কক। কিন্তু ৩৫ রানে আমলার আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা।
আমলার পর ফিরে যান ডি ককও। তবে জাদেজার বলে বোল্ড হওয়ার আগে তুলে নিয়েছেন ১৪তম অর্ধশতক। আর রান আউট হয়ে ফিরেছন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান ডেভিড মিলার ও ডি ভিলিয়ার্স।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৩ রান এসেছে কুইন্টাইন ডি ককের ব্যাট থেকে। ভারতের হয়ে ভুবনেশ্বর ৩টি, বুমরাহ ২টি এবং অশ্বিন ও জাদেজা একটি করে উইকেট নিয়েছেন। এখন সেমিফাইনালে যেতে ভারতের প্রয়োজন মাত্র ১৯২ রান।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ ই জাহান