চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বেশ দাপুটে ব্যাটিং করেছে ভারত। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি ।
প্রোটিয়াদের দেওয়া ১৯২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তবে কোহলি ও ধাওয়ানের দৃঢ়তায় সেমিফাইনালের যাওয়ার পথটা সহজ করে ফেলল টিম ইন্ডিয়া।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে ভারত। ১০টি চার ও ১টি ছক্কায় ধাওয়ান অপরাজিত ৬৫ রানে। আর কোহলি ৫০ রানে।
বিডিপ্রতিদিন/ ১১ জুন, ২০১৭/ ই জাহান