চ্যাম্পিয়ন ট্রফির জন্য ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন শহরে ভারতীয় দলের সঙ্গে ঘুরতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। সঙ্গে আছে স্ত্রী সাক্ষী ও কন্যা জিভাও। কিন্তু সবাইকে ছাড়িয়ে জিভাই হয়ে উঠেছে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।
সবার চেয়ে জিভাই সেলিব্রেটির তকমা পাচ্ছে বেশি। ভারতীয় খেলোয়াড়দের নিঃসন্দেহে অনেক ভক্ত আছে। কিন্তু এই খেলোয়াড়রাই জিভার সবচেয়ে বড় ভক্ত। সুযোগ পেলেই তারা জিভার সঙ্গে সময় কাটায়, সেলফি তোলে।
সম্প্রতি বাবা-মার সঙ্গে বিমানে চড়ে বসে জিভা। তাকে দেখেই নাকি ফ্লাইটকর্মীরা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েন। তাকে কীভাবে আপ্যায়ন করে খুশি করা যায় তাদের চিন্তা ছিল সেটা নিয়ে। পরে জিভাকে তারা দিয়েছে জুস, কেক ও চকলেট। জিভাও বিষয়টি বেশ উপভোগ করেছে।
বিডি প্রতিদিন/১৩ জুন, ২০১৭/ফারজানা