ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোক বা লিওনেল মেসি। সুযোগ পেলেই অবসর কাটাতে ছুটে যান ইবিজায়। ফের একবার বার্সেলোনার আর্জেন্তাইন রাজপুত্র বেরিয়ে পড়লেন ইবিজায়। সঙ্গী তার দুই ভিন্ন হৃদয়ের বন্ধু লুইস সুয়ারেজ ও সেজ ফাব্রেগাস।
আগামী ৩০ জুন মেসি সাতপাকে বাঁধা পড়বেন। ছোট বেলার বন্ধু আন্তোনেলা রোকুজোর সঙ্গেই শুভ পরিণয় আবদ্ধ হবেন পাঁচবারের 'ব্যালন ডি' জয়ী। বিয়ের আগেই মেসি হানিমুনে চলে আসলেন।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/আরাফাত