ইন্দোনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সাইনা নেহওয়াল। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে কোনো রকমে হারালেন থাইল্যান্ডের রাতচানোক ইন্তানন। ম্যাচের ফল সাইনার পক্ষে ১৭-২১,২১-১৮,২১-১
ম্যাচে শুরুটা একদমই ভালো করতে পারেননি তিনি। প্রথম গেমে হেরে যান ১৭-২১। তবে দ্বিতীয় গেমে ক্যামব্যাক করেন তিনি। গেম জিতে নেন ২১-১৮। শেষ গেমে দাপট দেখান ভারতীয় মেয়ে।
তৃতীয় গেমের প্রথমেই ৯-৪ এগিয়ে যান তিনি। এরপর ইন্তানন পর দুটি পয়েন্ট জিতে ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে তাকে ম্যাচ আর সুযোগই দেননি হায়দরাবাদি। শেষ পর্যন্ত ২১-১২ তৃতীয় গেম জিতে ম্যাচ পকেটে পোরেন তিনি।
বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৭/আরাফাত