আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রোমাঞ্চকর এক জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামীকাল বুধবার প্রথম সেমিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। যারা এরই মধ্যে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জিতে আসরের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তবে টিম ইংল্যান্ডকে নিয়ে মোটেই চিন্তিত নন পাকিস্তান অধিনায়ক সরফরাজ।
শ্রীলঙ্কাকে বিদায় করে সেমিতে জায়গা করে নেয়ার পর সরফরাজ জানিয়েছেন, পাকিস্তান এখন আরো বেশি উজ্জীবিত। ইংল্যান্ডের বিপক্ষে আরো ইতিবাচক ক্রিকেট খেলবেন তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের ছেড়ে কথা বলা হবে না জানিয়ে সরফরাজ আরো বলেন, 'আপনি যদি কোনো বিশ্বমানের দলের সঙ্গে খেলেন, তবে আপনাকে ইতিবাচক ক্রিকেটই খেলতে হবে। আর ইংল্যান্ডের বিপক্ষে আমরা সেটাই করে দেখাবো।' তবে প্রতিপক্ষকে সমীহ করে সরফরাজ জানান, 'ইংল্যান্ড ভালো দল। খুব, খুব ভালো দল।'
উল্লেখ্য, গতকাল সোমবার গ্রুপ 'বি'র শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের স্মরণীয় জয় পেয়েছে পাকিস্তান। ২৩৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১৬২ রানেই হারিয়ে ফেলেছিল ৭ উইকেট। কিন্তু অষ্টম উইকেটে অবিছিন্ন ৭৫ রানের জুটি গড়েন অধিনায়ক সরফরাজ ও পেসার মোহাম্মদ আমির। ৭৯ বলে খেললেন ৬১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন সরফরাজ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৭/ওয়াসিফ