বার্মিংহামে আগামী ১৫ জুন বৃহস্পতিবার ২য় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। আর এর একদিন আগে কার্ডিফে পাকিস্তান ও ইংল্যান্ডের লড়াই। আর এবারের সেমিফাইনালে দুটি ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ গগনচুম্বী।
এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল সামনে রেখে চলছে টিকিট নিয়ে হাহাকার। ভারতীয় দল সেমিফাইনালে ওঠার আগেই অধিকাংশ টিকিট কেটে নিয়েছেন তাদের সমর্থকরা। ফলে টিকিট পাচ্ছেন না বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডের সমর্থকরা। তাই দুশ্চিন্তায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টিকিট সংকট নিয়ে আইসিসির এক মুখপাত্র মুম্বাই মিররকে বলেছেন, ‘সেমিফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ভারতীয় সমর্থকরা কার্ডিফের ৩৭ শতাংশ ও এজবাস্টনের ৩৮ শতাংশ টিকিট কেটে রেখেছেন।’
ইংলিশ সমর্থকরা ইসিবির কাছে আবেদন করেছেন টিকিট জোগাড় করে দিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও টিকিট চেয়েছে আইসিসির কাছে। সেমিফাইনালের টিকিট নিয়ে ব্যবসা করতে পারে কালোবাজারিরা। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাঁচ গুণ দামে বিক্রি করেছেন আগে টিকিট কেটে রাখা ভারতীয়রা।
সূত্র: মুম্বাই মিরর
বিডি প্রতিদিন/ ১৩ জুন, ২০১৭/ ই জাহান