শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহের সময়টাতে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির রেখা উর্ধ্বমুখী। বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে, ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ জয় কিংবা ইংল্যান্ডকে এক সেশনের মধ্যে অল-আউট করে টেস্ট সিরিজ ড্র কিংবা শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জয় সবই হাথুরুসিংহের অধীনে বাংলাদেশের প্রাপ্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তবে কি হাথুরুসিংহের কাছে বিশেষ কোন জাদুর কাঠি আছে?
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম পুরো কৃতিত্ব হাথুরুসিংহকে দিতে নারাজ। তার বক্তব্য, ভারসাম্যপূর্ণ দল পাওয়ার ফলেই বাংলাদেশ সাফল্য পাচ্ছে এবং কোচও সাফল্যে তুলে নিতে পারছেন।
মুশফিক বলেন, তার কৌশল অনেক ভালো। তবে এটাও মাথায় রাখতে হবে যে, আমি-সাকিব-তামিম-মাশরাফি-রিয়াদ ভাই কিন্তু ১০-১২ বছর ধরে খেলছি। পাঁচ ছয়জন যখন এভাবে খেলবে, তখন কিন্তু এটা দলের ভালো করার পথে থাকে। আমি মনে করি চন্ডিকা ভালো সময়ে, সেরা একটা দল পেয়েছে। ডেভ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা আছেন, তাদের অনেক কৃতিত্ব আছে। আমি মনে করি জেমি সিডন্সের ব্যাটিং কোচ হিসেবে অনেক বড় কৃতিত্ব আছে। চন্ডিকার নতুনদের স্বাধীনতা দিয়েছেন। অনেক সময় দেখা যায় তরুণরা স্বাধীনভাবে খেলতে চায় কিন্তু চাপে পড়লে আর পারে না। তিনি সে স্বাধীনতা দিয়েছেন। তার আরেকটা বড় গুণ হলো, আমাদের সবাইকে সমান গুরুত্বসহকারে দেখেন। সবাইকে মনে করেন ম্যাচ উইনার। এরকম ছোট ছোট ব্যাপার প্রত্যেকটা দলকে শক্তিশালী করে।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা