ইনজুরির কারণে দীর্ঘ ৮ বছর পরও টেস্ট ক্রিকেটে ফেরা হয়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয় মাশরাফিকে। সেবার বল হাতে মাত্র ৬ ওভার করেই সাদা পোশাককে এক প্রকার বিদায় জানান তিনি।
ওয়ানডে অধিনায়ক জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে এখনো মরিয়া। দীর্ঘ চার বছর পর ঘরোয়া ক্রিকেট জাতীয় লিগে নেমেছেন মাশরাফি। সাদা পোশাকের ক্রিকেটে বল হাতে সাফল্য পেয়েছেন তিনি। খেলবেন দ্বিতীয় রাউন্ডেও।
তবে জাতীয় দলের হয়ে খেলতে না পারার আক্ষেপ রয়েই গেছে। মাশরাফি বলেন, 'প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অপূর্ণতা থাকেই। প্রায় ১৭ বছরের মতো খেলছি। টেস্ট ক্রিকেটটা যদি সম্পূর্ণ ফিট হয়ে ১৩-১৪ বছর খেলতে পারতাম, হয়তো বাংলাদেশ ক্রিকেট পরিবর্তন না করতে পারলেও, অনেক কিছুই দেওয়ার ছিল আমার।'
মাশরাফি আরও বলেন, 'খেলতে পারলে ভাল লাগতো। আবার মনে হয় এখন যারা খেলছে তারা অনেক ভাল। এটা যখন চিন্তা করি তখন আর ইচ্ছেটা হয় না। ওরা যখন খেলে মনে হয় আমি খেলছি বা জিততে চাই এইরকম একটা অনুভূতি কাজ করে।'
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা