বাংলাদেশের বিপক্ষে টানা দুই ওয়ানডে জয়ের পাশাপাশি সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই জয়ে আইসিসির প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে আবারও শীর্ষস্থান দখল করেছে প্রোটিয়ারা।
এর আগে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে শীর্ষে উঠেছিল ভারত। দুইয়ে নেমে যাওয়া ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পয়েন্টের ব্যবধান প্রায় আড়াইশ'।
এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও সপ্তম অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বর্তমানে টাইগারদের রেটিং ৯২। ৯৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক উপরে পাকিস্তান। অন্যদিকে আট নম্বরে থাকলেও টানা তিন ম্যাচ হেরে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ানো শ্রীলঙ্কার পয়েন্ট ৮৪।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৭/মাহবুব